,

মানব শরীর থেকেই তৈরি হবে বিদ্যুৎ !

সময় ডেস্ক ॥ এবার শরীর থেকেই তৈরি হবে বিদ্যুৎ। এমনই একটি ডিভাইস আবিস্কার করেছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। ডিভাইসটি একটি বেল্টের মতো যা শরীরের যে কোনো জায়গায় বেঁধে রাখা যাবে। আমেরিকার দুই ছাত্র উমর কবির ও জন ব্লটস মানব শরীর থেকে বিদ্যুত আবিস্কারের ডিভাইসটি তৈরি করেন। যে ডিভাইসটি শরীরের পোশাকের সঙ্গে বেঁধে হাঁটলেই তৈরি হবে বিদ্যুত। ছাত্র দুজন জানায় যন্ত্রটি নিজের ডিভাইসে ৪ ওয়াট পর্যন্ত বিদ্যুত তৈরি করতে সক্ষম। ডিভাইসটি একটি ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ জমা করে রাখবে। পরে ইচ্ছেমতো সেটা ব্যবহার করা যাবে।


     এই বিভাগের আরো খবর