,

সিলেটের মোঘলাবাজারে ভেজাল বিরোধী অভিযানে র‌্যাব ৩টি প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমান আদায়

সংবাদদাতা বুলবুল আহমদ : সারা দেশের ন্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এর সমন্বয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিু, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিপিসি-১ সিলেট ক্যাম্প, এর একটি আভিযানিক দরের এএসপি সত্যজিৎ কুমার ঘোস এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোঃ ফখরুল ইসলাম এর সমন্বয়ে মোঘলাবাজার থানাধীন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ (ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানের নাম ও অর্থদন্ডের পরিমাণ হলো- আনন্দ ফ্যাক্টরিকে- ২০,০০০ হাজার টাকা, স্বাদ এন্ড কোঃ লিঃ কে ১০,০০০ হাজার টাকা, সুমন ফুড প্রোডাক্টকে ৫০,০০০ হাজার টাকা সহ মোট ৮০,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।


     এই বিভাগের আরো খবর