,

সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জে র‌্যাব ভেজাল বিরোধী অভিযানে ১১ টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা বুলবুল আহমদ : পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১১ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জানাযায়, গত ৪ মে সোমবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের সিপিসি-১, সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর পৃথক দু’টি আভিযানিক দলের এএসপি কামরুজ্জামান ও লেঃ কমান্ডার ফয়ছল আহমদ এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম এর সমন্বয়ে সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ (ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উল্টীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১১টি প্রতিষ্টানকে ৯২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা
করা হয়েছে বলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।


     এই বিভাগের আরো খবর