,

দোকানপাট খোলার সিদ্ধান্ত মৌলভীবাজারের ব্যবসায়ীদের 

সং বাদদাতা :  সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ উদ্যোগে দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে মৌলভীবাজার বিজনেস ফোরামের পশ্চিমবাজারস্থ কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ। বিজনেস ফোরামের সদস্য সচিব শাহাদাৎ হোসাইন জানান- সংগঠনের সভাপতি নুরুল ইসলাম কামরানের সভাপতিত্বে কার্যনির্বাহি কমিটির সদস্য এবং অন্যান্য ব্যবসায়ীরা বৈঠকে অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সুমন আহমদ, সদস্য সচিব শাহাদাৎ হোসাইন, মাহমুদুর রহমান, মহিম দে, মনসুর আলম চৌধুরী, এসকে চুন্নু, জহির, মনসুর আখন্দ, জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ। এতে সিদ্ধান্ত হয়েছে- করোনা সংকটকালীন সময়ে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকানপাট খুলতে বা পরিচালনা করতে পারবেন। উল্লেখ্য- আগামী রোববার (১০ মে) থেকে সারাদেশে সামাজিক দুরত্ব মেনে শর্ত সাপেক্ষে শপিং মল, দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার ।


     এই বিভাগের আরো খবর