,

করোনা পরিস্থিতিতে মায়েদের নিয়ে সাকিবের বার্তা

জাবেদ ইকবাল তালুকদার : ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর অপরাধে ১বছরের জন্য ক্রিকেট মাঠের বাইরে আছেন বাংলার পোস্টার বয় ও ক্রিকেটবিশ্বের রেকর্ডবুকের নবাব সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে না থাকলেও সাকিব আল হাসান মাঠে থেকেই করোনা যুদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। নিজের নামে ফান্ড গঠন করে ৬০লক্ষ টাকার মতো অর্থ দান করেছেন এছাড়াও ২০১৯বিশ্বকাপের নিজের প্রিয় ব্যাট নিলামে বিক্রি করে সেই অর্থও দান করেন। এছাড়াও সাকিব দেশের বাইরে থেকে দেশের মানুষকে নিরাপদে থাকতে, করোনাকালে ঘরে থাকতে উৎসাহ দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে, লাইভে এসে নানান বার্তা দিচ্ছেন তিনি। গতকাল নিজের ফেইসবুক পেজে মায়েদের নিয়ে সাকিব একটি বার্তা লিখেন।

দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য সাকিবের বার্তা হুবহু তুলে ধরা হল : মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে তাদের যত্ন নেয়া তাই আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছনতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।


     এই বিভাগের আরো খবর