,

লকডাউন শিথিল হওয়ায় চুনারুঘাটে ঈদের কেনাকাটার ধুম

শংকর শীল : করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে লকডাউন শিথিল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাটে বিপনী বিতানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। গতকাল, বুধবার (১৩ মে) উপজেলার বিভিন্ন বিপনী বিতানগুলোতে ঘুরে দেখা গেছে লকডাউন শিথিল হওয়ায় উপজেলার বিভিন্ন স্হান থেকে লোকজন এসে ঈদের কেনাকাটায় বিপনী বিতানগুলোতে ভীর করছেন। চুনারুঘাট পৌরশহরে অবস্থিত “নিরঞ্জন সিটি”র অভি ফ্যাশন এন্ড লেডিস কর্ণার, মা ক্লথ স্টোর, পাখী লেডিস্ কর্ণার এন্ড বোরকা হাউজ, শ্রুতি ফ্যাশন, নিরঞ্জন বস্ত্রালয় সহ পৌরশহরে বিভিন্ন শপিংমলগুলোতে জমেছে ঈদের কেনাকাটার ধুম। উপজেলার (রাজার) বাজার থেকে আসা আমেনা খাতুন, জোৎস্না বেগম জানান, রমজান মাস তার উপর করোনা পরিস্থিতিতেও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে এসেছি। কেনাকাটায় এবার কোন চাহিদা নেই আমাদের। আর্থিক সঙ্কটের কারণে ছোট বাচ্চাদের জন্য কাপড় ক্রয় করেছি। চুনারুঘাট পৌরশহরে অবস্থিত “নিরঞ্জন সিটি”র শ্রুতি ফ্যাশনের প্রোপ্রাইটার পরেন্দ্র দাস সুমন ও জি সি এস মার্কেটের ঐশী গার্মেন্টসের প্রোপ্রাইটার বিজেন্দ্র সরকার এর সাথে আলাপ কালে ওনারা জানান, মহামারি করোনা সঙ্কটে লকডাউন থাকায় কয়েক মাস যাবত ব্যবস্থা- প্রতিষ্ঠান বন্ধ ছিলো। সারাদেশে লকডাউন শিথিল হওয়ায় চুনারুঘাট বাজার কমিটির অনুমতিতে রমজান মাস এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমরা ব্যবস্থা প্রতিষ্ঠান পরিষ্কার -পরিছন্নতা করে পূনরায় ব্যবস্থা প্রতিষ্ঠান চালু করেছি। এবং এই করোনা সঙ্কটের মধ্যেও মোটামুটি বেচাকেনা ভালোই হচ্ছে বলে ওনারা জানান।


     এই বিভাগের আরো খবর