,

হবিগঞ্জে পলিথিন বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

এম.এ.আই.সজিব ॥ দীর্ঘদিন ধরে পলিথিন ব্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এ আদেশ মানচেনা কেউ। কতিপয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পলিথিনের ব্যবসা করে আসছে। একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কিন্তু ফের এক শ্রেণীর ব্যবসায়ীরা পলিথিনের ব্যবসা শুরু করেছে। গতকাল রবিবার বিকেলে বেবিষ্ট্যান্ড থেকে কোর্ট স্টেশন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর ও হেলেনা পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় খালেক স্টোরের প্রোপাইটর আলাউদ্দিনকে আড়াই কেজি পলিথিন রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা, রাব্বানী স্টোরের মালিক মাহবুবুর রহমানকে ২ কেজি পলিথিন রাখার দায়ে ১ হাজার টাকা, বিধূ ভূষণ স্টোরের মালিক অর্জুন দেবকে ১ কেজি পলিথিন রাখার দায়ে ১ হাজার টাকা, আলম স্টোরের মালিক আব্দুন নুরকে ৮ কেজি পলিথিন রাখার অপরাধে ১৫০০ টাকা জরিমানাসহ হুশিয়ার করে দেয়া হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন এএসআই নুরে আলম।


     এই বিভাগের আরো খবর