,

মৌলভীবাজার সদর হাসপাতালের কার্যক্রম শুরু শুক্রবার

বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার সংবাদদাতা : আগামী ২২ মে শুক্রবার থেকে আবার সম্পূর্নরূপে চালু হচ্ছে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম। মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন- হাসপাতাল খোলার বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। জেলা করোনা বিষয়ক কমিটির সভায় এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেন জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উল্লেখ্য, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ হওয়াতে। গত (৭ মে) থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এ প্রাণঘাতী ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।তবে জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু ছিলো। সাময়িক বন্ধকালীন সময়ে হাসপাতালকে জীবাণুমুক্ত করা হয়। পরপর ৩ দিন হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত ছিলো। প্রসঙ্গত, ( ৫ মে ) এ পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।


     এই বিভাগের আরো খবর