,

দেশের একটি মানুষও যাতে খাদ্যে কষ্ট না পায় সে জন্যে পদক্ষেপ গ্রহন করা হয়েছে- মাধবপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি

সংবাদদাতা : মহামারি করোনা নিয়ে আজ বিশ্ববাসী চিন্তিত। পৃথিবীর অনেক উন্নত দেশে করোনায় বিপর্যস্ত। বাংলাদেশেও করোনায় আঘাত হেনেছে। সরকার করোনার সংক্রামণ ঠেকাতে সময়মত ব্যবস্থা নেওয়া এর প্রভাব অনেকটায় নিয়ন্ত্রিত। করোনা পরিস্থিতি সামাল দিতে সমূখ সারির যোদ্ধা ডাক্তার, পুলিশ,সাংবাদিক সহ অনেক মানু্ষ প্রাণ দিয়েছেন। দেশের একটি মানুষও যাতে খাদ্যে কষ্ট না পায় সে জন্য অনেক প্রদক্ষেপ গ্রহন করেছেন।মসজিদের ইমাম,এতিম,পরিবহন শ্রমিক,সহ কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।কৃষি,শিল্প,ব্যবসা বাণিজ্য সচল রাখতে সহ শর্ত ঋন ও প্রনোদনা ঘোষনা করেছেন।আগামী বাজেটে করোনা পরিস্থিতি ওপড় নজর রেখে বাজেট ঘোষনা করা হবে। তবে স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। তিনি মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ মৌলানা আসাদ আলী কলেজ মাঠে কর্মহীন কয়েক শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসনূভা নাশতারান, সহকারী পুলিশ সুপার(মাধবপুর সার্কেল)নাজিম উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

 মাসুদুল ইসলাম,চেয়ারম্যান ফারুক পাঠান,তৌফিকুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর