,

বানিয়াচংয়ে সামাজিক দুরত্ব বজায় না রাখায় ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

এস এম খোকন: বানিয়াচং উপজেলা সদরে সামাজিক দুরত্ব বজায় না রাখায় বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল, ২০ মে (বুধবার) দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত জাহান আরা উর্মি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় জাহাঙ্গীর মিয়া, দিপংকর, আঃ ছামাদ, মতিউর রহমান, আবুল ফজল, আহসান কবির, এমদাদ, পারভেজ, মোহাম্মদ আলী, রায়হান মিয়া, পরিমল দাশ ও সচিন সূত্রধরকে অর্থদন্ড করা হয়। বিভিন্ন অংকের মোট ৯ হাজার ১শ টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মাস্কছাড়া বাজারে আসা লোকজনদের বাধ্যতামূলক ৫টি করে মাস্ক ক্রয় করান ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃমামুন খন্দকার।


     এই বিভাগের আরো খবর