,

বাউসা ইউনিয়নে মনসুর চৌধুরী’র উদ্যোগে  ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী ও তার আত্মীয়স্বজনের উদ্যোগে বাউসা ইউনিয়নের  বিভিন্ন গ্রামে ৪০০টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত মানুষ, গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২৩ মে ২০২০ শনিবার দুপুরে বাউসা গ্রামের মনসুর চৌধুরীর বাড়ি প্রাঙ্গনে বাউসা বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ সভাপতিত্বে ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ কাওছার আহমেদ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, মোঃ মছফুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সোহাগ আহমেদ। এতে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাউসা যুব সংঘের উপদেষ্টা বাছিতুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ লিমন আহমেদ, মোফাজ্জ্বল হোসেন, জাহাঙ্গীর আহমেদ, নাসিম চৌধুরী প্রমুখ। এতে বাউসা, নাদামপুর, মাইজগাঁও, দিঘীরপাড়, গহরপুর ও দৌলতপুর গ্রামের গরীব, অসহায় ও হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মনসুর চৌধুরী এ প্রতিনিধিকে জানান, আমাদের পরিবার ও আত্মীস্বজনের উদ্যোগে বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৪০০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্র বিতরণ করেছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে। তিনি পরিবারের সদস্য এবং দেশে বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজনের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।


     এই বিভাগের আরো খবর