,

পরিবহন শ্রমিক সাগর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাউল শিল্পী রণেশ ঠাকুরের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার সন্ত্রাসীদের গ্রেফতার কর, বিচার কর। সম্মিলিত নাগরিক আন্দোলন

স্টাফ রিপোর্টার : পরিবহন শ্রমিক সাগর হত্যাকান্ড ও বাউল শিল্পী রণেশ ঠাকুরের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজ ২৩/৫/২০২০ইং দুপুর ১২টায় স্থানীয় টাউন হলের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।নাগরিক আন্দোলনের সমন্বয়কারী কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন- এড. বিজন চৌধুরী, নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক হুমায়ুন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, মোটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, বাসদ নেতা এড, জিলু মিয়া, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী, জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম ও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- জেলা সিপিবি নেতা আজমান আহমেদ, জেলা জাসদ নেতা আবু হেনা মোস্তফা কামাল, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সিপিবি নেতা- রনজিত সরকার, আহাদ মিয়া, সাজ্জাত হোসেন, অনিবাশ সরকার, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক চন্দন বনিক, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ পরিবহন শ্রমিক সাগর হত্যার সাথে জড়িত সকল হত্যাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মাসুক আলী বলেন মাননীয় এএসপি স্যারসহ হবিগঞ্জ সদর থানার পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, আরো ১ জন পলাতক আছে। আসামীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আসামীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের সর্বাত্নক সহযোগিতা থাকবে। স্যার সার্বক্ষনিক বিষয়টি মনিটরিং করছেন। আমরা সাগরের বাবা প্রদীপ সরকারকে আইনী এবং সামাজিক সর্বাত্নক সহযোগিতা করব। আপনারা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ প্রদীপ সরকারকে সামাজিকভাবে সকল ধরণের সহযোগিতার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর