,

আক্রান্তের রেকর্ড, নতুন মৃত্যুঃ ২১ জন।

জাবেদ ইকবাল তালুকদারঃ দেশে গত ২৪ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্তও মৃত্যর সংখ্যা। গত ২৪ঘন্টায় নতুন করে  ১হাজার ৯শত ৭৫জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয় গেছে। মারা গেছেন আরো ২১জন। এ নিয়ে দেশে মোট  ৩৫হাজার ৫শত ৮৫জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।  আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো  ৫০১জন। মারা যাওয়া ২১জনের মধ্যে ১৬জন পুরুষ ও ৫জন মহিলা। এদের মধ্যে ১১জন ঢাকা বিভাগের, ৯জন চট্টগ্রাম বিভাগের ও ১জন রংপুর বিভাগের।  এদের মধ্যে ১১-২০বছরের মধ্যে ১জন, ৪১-৫০বছরের মধ্যে ৩জন, ৫১-৬০বছরের মধ্যে ৯জন, ৬১-৭০বছরের মধ্যে ৪জন। ৭১-৮০বছরের মধ্যে ২জন এবং আরো ২জনের বয়স ৮০বছরের উপড়ে।  নতুন করে গত ২৪ঘন্টায় নতুন ৪৩৩জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৭হাজার ৩৩৪জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ৪৮টি ল্যাভ থেকে ৯ হাজার ৪৫১জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট ২লক্ষ ৫৩হাজার ৩৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  আজ সোমবার (২৫মে) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্যঅধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা  সুলতানা।


     এই বিভাগের আরো খবর