,

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক আওয়ামী লীগ এম.পি’র ইন্তেকাল

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ  আজ রবিবার আনুমানিক রাত ৯ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ঢাকার ( মোহাম্মদপুর – ধানমন্ডি) সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাত হাজি মকবুল হোসেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মরহুমের ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করে বলেছেন স্যার নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হত বৃহস্পতিবার সিএমএইচ এ ভর্তি হয়েছিলেন। স্যারের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত। উল্লেখ্য যে, মরহুম হাজি মোহাম্মদ মকবুল হোসেন ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ ডিগ্রি নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিও অর্জন করেন। মরহুম হাজি মোহাম্মদ মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৬৬ সালে ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে মরহুম হাজি মোহাম্মদ মকবুল হোসেন সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অংগসংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনি তৎকালীন ঢাকা-৯ ( ধানমন্ডি – মোহাম্মদপুর) আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনেও তিনি আওয়ামীভালো প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন কিন্তু জয়লাভ করতে পারেননি। এরপর আর তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হননি। তিনি এমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ও সন্ধ্যানি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান ছিলেন । এছাড়া মোহাম্মদপুরে হাজি মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা তিনি। তার ছেলে আহসানুল হক টিটু টাঙ্গাইল – ৬ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। মরহুমের দাফন কোথায়, কিভাবে হবে এ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।


     এই বিভাগের আরো খবর