,

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন আমি করোনা পজিটিভ

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গতকাল ২৫মে (সোমবার) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী নিজে গণমাধ্যমকে জানিয়েছেন তাদের কেন্দ্রের উদ্ভাবিত কীট “জে র‍্যাপিড ডট ব্লট” দিয়ে পরীক্ষা করে তার নভেল করোনা ভাইরাস সনাক্তকরণ পজিটিভ এসেছে। গত ২৪মে (রবিবার) রাত থেকে জ্বর জ্বর অনূভুত হচ্ছিল, সামান্য গলাব্যথাও ছিল , তারপর গতকাল (সোমবার) বিকেলে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত নভেল করোনা ভাইরাস সনাক্তকরণ কীট ” জি আর – ১৯ র‍্যাপিড ডট ব্লট ” দিয়ে আমার অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। ৭৯ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় ফলাফল ‘পজিটিভ’ আসার পর থেকে তিনি ধানমণ্ডির বাসায় পুরোপুরি স্বেচ্ছায় আইসোলেশনে আছি। নভেল করোনা ভাইরাস সনাক্তকরণ পজিটিভ হওয়ায় আজকে পবিত্র ঈদ উপলক্ষে আমি কারো সাথে দেখা দেখা সাক্ষাত করিনি। দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন।


     এই বিভাগের আরো খবর