,

আইপিএল’কে কেন্দ্র করে চুনারুঘাটে জমে উঠেছে লাখ টাকার জুয়ার আসর

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ (আইপিএল) ভারতের মাটিতে অনুষ্ঠিত হলেও হবিগঞ্জ জেলার চুনারুঘাটে যেন এর জোয়ার বইছে, চুনারুঘাট বাজারসহ চুনারুঘাটের প্রায় কয়েকটি গ্রামে চলছে হাজার টাকার জুয়াখেলা। এতে জড়িয়ে পড়েছে স্কুল, কলেজ ও বিশবিদ্যালয়ের ছাত্ররা। আইপিএল খেলা শুরু হওয়ার পর থেকেই এই বাজি ১শ’ থেকে শুরু করে কয়েক হাজার টাকা পযর্ন্ত ধরা হচ্ছে, আর তা থেকে প্রতিদিন প্রায় লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকররা। জুয়াতে আসক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়ারী বলেন, এই চক্র বিকাশ অথবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকার লেনদেন করে থাকে। তিনি আরও বলেন, মূলত প্রতিবছর আইপিএল খেলাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল সক্রিয় হয়ে ওঠে এবং প্রশাসনের নাকের ডগায় দড়ি দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু চুনারুঘাটেই কি শেষ? না, চুনারুঘাটের বাইরে ও চলছে এই জুয়ার আসর। আইপিএলের প্রতিটি ম্যাচ নিয়ে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বিপণী-বিতান, চায়ের দোকান, পানের দোকান, সোনার দোকান, বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সর্বত্র চলছে সর্বস্ব হারানো বাজির খেলা। জুয়াড়িরা বিভিন্ন গ্র“পে ভাগ হয়ে অংশগ্রহণকারী দু’দলের মোট রান, খেলোয়াড়ের ব্যক্তিগত রান-উইকেট, ম্যাচ চলাকালে ওভার প্রতি ছক্কা-চার, ওভার প্রতি কত রান উঠতে পারে বা কয়টা উইকেট পড়তে পারে, ওভারে কোনো নো-বল বা ওয়াইড হবে কি না এসব নিয়ে তাৎক্ষণিক নির্ধারিত হারে নগদ অর্থ বাজি ধরা হয়। জানা গেছে, এই ক্রিকেট জুয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অবিভাবকরা। সন্তানরা কে কখন কিভাবে এই খেলায় জড়িয়ে পড়ছে জানতে পারছেন না তারা।


     এই বিভাগের আরো খবর