,

লিবিয়ায় মানবপাচারকারীদের পরিবারের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ভৈরবেরই ৮ জন

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গত ২৮মে (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেলে লিবিয়ার রাজধান ত্রিপোলি থেকে ১০০ কিলোমিটার দুরে শহরে মানবপাচারকারীদের পরিবারের বন্দুধারীদের গুলিতে নিহত ২৬ জন বাংলাদেশির মধ্যে ৮ জনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ভৈরব উপজেলার ১ জন রয়েছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার রুসুলপুর গ্রামের মেহের আলীর পুত্র মো. আকাশ মিয়া ( ২৬), মৌটুপী গ্রামের আবদুল আলীর পুত্র মো.সোহাগ মিয়া (২০), আকবরনগর গ্রামের জিন্নাত আলীর পুত্র মাহবুব আলম ( ২১), শম্ভুপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র মোঃ মামুন মিয়া (২৩) ও মুসলিম মিয়ার পুত্র মোঃ আলী (২৪)। শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের বাচ্চু মিলিটারির ছেলে সাকিব ( ১৬), শম্ভুপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার পুত্র মোঃ জানু মিয়া (২৭), সাদ্দাম মিয়া ( ১৭)। কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বাহালুল আলম খান গণমাধ্যমকে জানান, লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ভৈরবের আটজনের নাম জানা গেছে। আমরা তাদের নামের তালিকা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর