,

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব বজলুল করিম

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গতকাল, ৩১মে (রবিবার) দুপুর ১২ টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব, এম বজলুল করিম চৌধুরী। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত ১৫ই মে ঢাকার মুগ্দা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাবেক এই সচিবকে। পরে তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আসে। তিনদিন আগে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে এ কথা বলেন। মরহুম বজলুল করিম ঢাকা বিভাগীয় কমিশনার থাকাকালে চাকরির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ২০১৮ সালের ১৫ই এপ্রিল সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার, ফলে তার জন্য কোন দপ্তর বরাদ্দ হয়নি। উল্লেখ্য যে মরহুম বজলুল করিম বিসিএস ৭ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৮ সালের ১৫ই ফেব্রুয়ারী সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত রোগীর যাবতীয় সরকারি নিয়মকানুন মনে তাকে গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার ধুনচি উপজেলায় নিয়ে যাওয়া হবে।


     এই বিভাগের আরো খবর