,

ইন্টারনেটে বিনামূল্যে ২৫ ওয়েবপেজ সেবা চালু ॥

সময় ডেস্ক ॥ প্রথমবারের মতো বাংলাদেশে গ্রাহকদের জন্য ইন্টারনেটে বিনামূল্যে ২৫টির বেশি ওয়েবপেজ সেবা উন্মুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এ সেবা চালু করলো। এ সেবার মাধ্যমে রবির গ্রাহকরা বিনামূল্যে ফেসবুক, সরকারের বিভিন্ন তথ্য-উপাত্তের ওয়েবসাইট, সংবাদ, ক্রীড়া, কৃষি, ই-কমার্স, অনলাইনে বেচাকেনার পোর্টাল ইত্যাদি দেখতে পারবেন। বিনামূল্যে এসব সাইটের টেক্সট বা তথ্য দেখা গেলেও ছবি, ভিডিও বা কনটেন্ট ডাউনলোডের জন্য গুনতে হবে অর্থ। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ উদ্যোগটির সঙ্গে যুক্ত আছে। সংশ্লিষ্টরা জানান, শুরুতে জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পর্যায়ক্রমে সরকারের সব পোর্টাল ও ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। সরকারের ওয়েবসাইটের মধ্যে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ। অন্যান্য উল্লেখযোগ্য ওয়েবসাইটের মধ্যে সংবাদভিত্তিক কয়েকটি ওয়েবসাইট চাকরি খোঁজার ওয়েবসাইট, ক্রীড়া, শিক্ষাবিষয়ক ওয়েবসাইট ও উইকিপিডিয়া দেখা যাবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবা উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপে এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। অন্যদের মধ্যে রবির চিফ মার্কেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, ফেসবুকের গ্লোবাল অপারেটর পার্টনারশিপের পরিচালক মারকু মাকেলেইনেন, রবির চিফ এক্সিকিউটিভ অফিসার সুপুন বীরা সিংহে ও চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ইন্টারনেট ডট ওআরজি হচ্ছে অলাভজনক একটি উদ্যোগ। যাতে বিনামূল্যে বেসিক ইন্টারনেট সেবা উপভোগ করতে পারেন বাংলাদেশী ব্যবহারকারীরা। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নিয়েছে ফেসবুক। রবির আড়াই কোটিরও বেশি গ্রাহক বিনামূল্যে ইন্টারনেটের এসব সাইট ব্যবহারের সুযোগ পাবেন বলে জানানো হয়। সেবা পেতে যা করতে হবে: গুগল প্লে স্টোর থেকে ইন্টারনেট ডট ওআরজির অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর ইনস্টল করে ইন্টারনেট ডট ওআরজি লগইন ও অ্যাকাউন্ট না থাকলে সাইনআপ করে ব্যবহার করা যাবে। এরপর হোমপেজ থেকে তালিকা অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানায় প্রবেশ করা যাবে। এসব ওয়েবসাইট দেখার সময় কোন ডেটা চার্জ লাগবে না। রবির কর্মকর্তারা জানান, বিনামূল্যের সেবার বাইরে অন্য কোন ওয়েবসাইট ব্রাউজ করতে চাইলে তখন সাধারণ ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে বলে গ্রাহকরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। কোন ডাটা প্যাকেজ কেনা না থাকলেও গ্রাহকরা ওই সময় পছন্দ অনুযায়ী প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন।


     এই বিভাগের আরো খবর