,

লাখাইয়ে সামাজিক শান্তিপূর্ণ ফাউন্ডেশন বাংলাদেশ আত্মপ্রকাশ ও অনলাইনে নব কমিটি গঠন

এম.সি শুভ আহমেদ : আজ সাড়াবিশ্বে মহামারি করোনা ভইরাসে আতঙ্কিত। তাই সমাজ সেবা এগিয়ে এসেছে দেশের বৃত্তবানদের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো।সমাজে শান্তি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে লাখাই উপজেলার জি.এম দস্তগীর তালুকদার এর মতো তরুণ যুবক এর উদ্যোগে ১ ফেব্রুয়ারি ২০২০ আত্মপ্রকাশ পায় সামাজিক শান্তিপূর্ণ ফাউন্ডেশন বাংলাদেশ।
তাদের সামাজিক শান্তিপূর্ণ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য ৪টি, উদ্দেশ্যগুলো দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো :
১। মানবতার স্বার্থে কাজ করা।
২। ইভটিজিং থেকে রক্ষা করা।
৩। রক্ত দান করা।
৪। মাদক মুক্ত সমাজ গড়া।
মহামারি করোনা ভাইরাসে সম্মেলিত হওয়া নিষেধ থাকায় গত, সোমবার (১ জুন) বিকাল ৫টায় অনলাইনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য সমাজিক শান্তিপূর্ণ ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের  লাখাই উপজেলা কমিটি গঠন করা হয়।  লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের  ১৩১ জন তরুন, সাহসী, মেধাবী ও নতুন নতুন উদ্যোগ মনোবল বিশিষ্ট সদ্যস নিয়ে কমিটি গঠন করা হয়। সামাজিক শান্তিপূর্ণ ফাউন্ডেশন, বাংলাদেশ’এর,, লাখাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিঠির সদস্যদের পদবী ও নামের তালিকাঃ-সভাপতিঃ-এম.জি দস্তগীরতালুকদার,মোড়াকরি।
সিনিয়র সহ সভাপতিঃ-নিতেশ চন্দ্র দেব, করাব। সহ সভাপতিঃ-মোঃ মনির হুসেন, তোফায়েল চৌধুরী, নিতু দেব, গৌতম মোদক সাধারন সম্পাদকঃ-চৌধুরী রুবেল আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদকঃ-মহিউদ্দীন আহমেদ,সাইফুল ইসলাম বাবু,ইমরান মাহমুদুল হালিম, শাকিল আহমেদ রনি, রকিবুল ইসলাম শুভ সাংগঠনিক সম্পাদকঃ-মোবাশ্বির আহমেদ শুভ,সহ সাংগঠনিক সম্পাদকঃ-সজীব রায়, আকাশ আহমেদ জুবান, কাপ্তান আহমেদ, শাকিল চৌধুরী, আকাশ আহমেদ, প্রচার সম্পাদকঃ- এম.সি শুভ আহমেদ,  সহ প্রচার সম্পাদকঃ-নয়ন রায়,জাকারিয়া আলম, রবিউল হাসান রবি, দ্বীন ইসলাম ছোট্টু, আপন মিয়া। অর্থ সম্পাদকঃ-গিয়াস উদ্দীন, সহ অর্থ সম্পাদকঃ- সারোয়ার মাহী, ইবনুল হাসান শিবলী, রিপন আহমেদ,জীবন আহমেদ সালমান, সৌরভ আহমেদ, এছাড়াও আরো অনেক কর্মী ও সদস্যবৃন্দ রয়েছে।


     এই বিভাগের আরো খবর