,

বাংলাদেশের প্রবীণ আলেম দ্বীন ও ইমামে আহলে সুন্নাত মাওলানা নুরুল ইসলাম হাশেমীর ইন্তেকাল

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, প্রবীণ মোহাদ্দেস, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরে কামেল কাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমী আজ মঙ্গলবার ভোর ৫টায় বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত মা ও শিশু হাসপাতালের আইসিইউতে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুম পীর সাহেবের বয়স হয়েছিল ৮২ বছর। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদুর রহমান গণমাধ্যমকে হুজুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন থেকে মরহুম নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগতেছিলেন। গত শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মরহুম আল্লামা নুরুল ইসলাম হাশেমীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে করোনা ভাইরাস উপসর্গের অজুহাতে ভর্তি নেয়নি । পরে তার স্বাস্থ্যের অবনতি হয়ে গুরুতর অবস্থায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন। মরহুম আল্লামা নুরুল ইসলাম হাশেমী হুজুরের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার বটতলায়।


     এই বিভাগের আরো খবর