,

সিলেটের কদমতলীতে বাস শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি :  গতকাল, ২জুন (মঙ্গলবার) বিকেল ৪ টার দিকে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় কল‍্যাণ তহবিলের টাকা আত্মসাৎ করা অভিযোগ নিয়ে বাসশ্রমিকদের দুইপক্ষের মধ‍্যে ঘণ্টাব‍্যাপী ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রচুর ইটপাটকেল ছুঁড়ে একপক্ষ অপরপক্ষের উপর চাড়াও হয়। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে পুলিশ সহ কমপক্ষে ২০ জন আহত হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে কল্যান তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। তিনি টাকা পয়সার হিসাব দিতে পারছেন না। এর প্রতিবাদ স্বরুপ আজ বেলা ১ টার দিকে শ্রমিকরা ফেডারেশনের অফিসের বাইরে অবস্থান নিয়ে সেলিম আহমেদ ফলিকের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। অপরদিকে ফলিকের অনুসারী শ্রমিকরা শ্লোগানরত শ্রমিকদের উপর চড়াও হয় ফলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ও র‌্যাব টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, বাস শ্রমিকদের সংঘর্ষ লাগার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ ও র‍্যাব পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো হিসাব জানা যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক বলেন তিনি।


     এই বিভাগের আরো খবর