,

স্বেচ্ছা শ্রমে ফলজ বৃক্ষের বীজবপণ

সংবাদদাতা : আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে দিনটি নীরবে অনুষ্ঠানবিহীন অতিবাহিত হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা নিয়ে মাধবপুর উপজেলার একদল তরুণ স্বেচ্ছাশ্রমে উপজেলার বিভিন্ন পতিত জমিতে ফলদবৃক্ষের বীজবপণ করেন। এই মহৎ কাজের উদ্দ্যোক্তা শিক্ষানবিশ আইনজীবী আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জনাব মোঃ সাহেদ মিয়া। তিনি সকাল ১১ টার দিকে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে ৫০০ আম, ২০০ লিচু এবং ৫০০ কাঠালের বীজ রাস্তা কিংবা সরকারি জমিতে রুপণ করেন। এই সময় জনাব সাহেদ মিয়া বলেন আমাদের দেশটা সবুজ সুফলা দেশ তার প্রতি ইঞ্চি মাটিতে রয়েছে অবারিত সম্ভাবনা। এখানে বীজবপণ করলেই ফুলে ফলে ভরে উঠে।আর ফলদ বৃক্ষের গাছ একদিকে আমাদের কে অক্সিজেন দিবে সাথে দিবে সুমিষ্ট ফল।তিনি প্রতিজ্ঞা করেন ধারাবাহিকভাবে সমগ্র উপজেলার আনাচেকানাচে ফলবীজ রুপণ করে যাবেন।তিনি আরো আহবান জানান আসুন আমরা মৌসুমি ফলের বীজ এখানে সেখানে না ফেলে ফাকা জায়গায় রুপণ করি।


     এই বিভাগের আরো খবর