,

সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশের অস্বচ্ছল লোকজন যেন অভুক্ত না থাকে। তাঁর নেতৃত্বে করোনা সংক্রমনের শুরু থেকেই আমরা মাঠে কাজ করছি। কর্মহীনদের হাতে হাতে তুলে দিচ্ছি খাদ্য সামগ্রী। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আমাদের প্রশাসনের কর্মকর্তারাও। তবে সকলকেই নিজ নিজ জায়গা থেকে আরো সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া স্বর্ণকার, পরিবহন ও নির্মাণ শ্রমিক এবং হকারদের মাখে চাল, মাস্ক ও সব্জি বিতরণকালে এসব কথা বলেন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় সরকারের পক্ষ থেকে ৬০০ জন লোকের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আমরা ছিলাম অগ্রগতির দিকে। কিন্তু এসময় এক অদৃশ্য শক্তি, করোনা ভাইরাস যা কেউ চোখে দেখতে পারে না, বুঝতেও পারে না- সারা বিশ্বটাকে স্থবির করে দিয়েছে। সৃষ্টি হয়েছে অস্বাভাবিক পরিবেশ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলুন। একে অন্যের জন্য দোয়া করুন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।


     এই বিভাগের আরো খবর