,

মাধবপুরে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

পিন্টু অধিকারী : মাধবপুরে বাজারে সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল, বুধবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজার, বাস স্টেশন, উপজেলা প্রাঙ্গণ, সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা এবং ম্যাস্ক ব্যবহার না করায় ১২ ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের সবাইকে জনপ্রতি ৫০০ টাকা করে জরিমানা করা হয়।পরে তাদের সবাইকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার। আয়েশা আক্তার বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেওয়া হল।


     এই বিভাগের আরো খবর