,

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জন’কে কারাদন্ড

পিন্টু অধিকারী : মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া এলাকায় একটি বিকল্প সড়ক ভেঙ্গে গেছে গত ১বছর আগে। গত কয়েকদিনে প্রবল বৃষ্টির কারণে  পাহাড়ি ঢলে সিমনাছড়া সেতুটি বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।  এতে করে মাধবপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের যোগাযোগের নোয়াহাটি মনতলা সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। এই সুযোগ কে কাজে লাগিয়ে স্থানীয়  প্রভাবশালীরা লোকজন দিয়ে সুসময়ে অনেকে কোটি টাকার হাতিয়ে নিচ্ছে  এই সীমনাছড়া খালের বালু অবৈধভাবে বিক্রি করে ! বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সিমনাছড়ার এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার নদীতে অবৈধভাবে নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ জন কে আটক করে ও ২ মাসের কারাদন্ড প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হল মাধবপুরে আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের  আহমেদ খালেদ এর ছেলে  কামাল হোসেন (২৬) ও রেনু মিয়ার ছেলে  ছোট মিয়া, একই গ্রামের হাবিবুর রহমান ছেলে মহিবুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।


     এই বিভাগের আরো খবর