,

বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনা আক্রান্তে মারা গেছেন

মু: মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : আজ ২০জুন (শনিবার) সকাল সোয়া দশটায় নভেল করোনা ভাইরাসজনিত রোগ কোভিড১৯ এ আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত জনাব কামাল লোহানী। মরহুমের ছেলে সাগর লোহানী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন আজ শনিবার সকাল সোয়া দশটায় চিকিৎসকরা বাবার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেছেন। মৃত্যুকালে কামাল লোহানীর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। বিশিষ্ট এই সাংবাদিক মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বাংলা বিভাগের প্রধান ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করেছিল। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভূগতেছিলেন। ফুসফুস , কিডনি জটিলতার পাশাপাশি ডায়াবেটিস ছিল তার। সর্বশেষ ১৭ ই জুন নভেল করোনা ভাইরাসজনিত রোগ কোভিড১৯ এ আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ ও বাংলাদেশ গ্রিণ পার্টির চেয়ারম্যান ইন্জিনিয়ার মনছুর আহমেদ, মহাসচিব মুস্তাকিম হুসাইন গভীর শোক প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর