,

পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহবান জানালেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের ৯ উপজেলায় ৫ হাজার বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষক লীগ। জেলার ৭৮ ইউনিয়নে সকল ওয়ার্ডের নেতাকর্মীকে এজন্য কাজ করতে বলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কৃষক লীগ সভাপতি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পর ৭৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি পালনের পরামর্শ দেয়া হয়েছে। জেলায় প্রায় ৫ হাজার বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা ধরা নির্ধারণ করেছি । এ সময় শতাধিক নেতাকর্মীর হাতে তুলে দেয়া হয় বনজ, ফলদ ও ওষুধী গাছের চারা। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহŸান জানিয়েছেন। ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপন করে দেশকে রক্ষা করি। পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।


     এই বিভাগের আরো খবর