,

সামাজিক দূরত্বের নির্দেশনা উপেক্ষা করেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে মাজার শরীফ এলাকাসহ দাউদনগর বাজারে গুরুত্বপূর্ণ স্থানে মানুষের অবাধ বিচরণ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : সামাজিক দূরত্বের নির্দেশনা উপেক্ষা করেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে মাজার শরীফ এলাকাসহ দাউদনগর বাজারে গুরুত্বপূর্ণ স্থানে মানুষের অবাধ বিচরণ করছে। ঝুঁকি এড়াতে পুলিশ প্রশাসন সক্রিয় থাকলে ও সন্ধ্যার পর পুলিশের চোখে ফাঁকি দিয়ে হাট বাজার, বিভিন্ন মহল্লা, রাস্তাসহ মাজার শরিফ এলাকায় সরকারী নিদের্শনা মানতে অনীহা দেখাচ্ছেন
এলাকার জনগণ এবং গ্রাম অঞ্চলে ছোট ছোট দোকান খোলা থাকায় ক্রেতা ও বিক্রেতা ভীড় করতে দেখা যায়। এছাড়া মাজার শরীফে রোগবলাইয়ের জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা সহ আশপাশের উপজেলা হতে
প্রতিদিন ভোর সকাল হতে রাত ১২টা পর্যন্ত আশেকান ভক্তবৃন্দরা আনাগোনা করছে। বেশি লোক চলাচল দেখা যায়, হাসপাতাল সড়ক, রেলপার্কিং, কলিমনগর চৌমহনা, পুরান বাজার বটগাছ তল, দাউদনগর
বাজার রেলগেইট, দাউদনগর বটগাছ তল, ছাওয়াল পীর মাজার শরীফ ও বন্দেগী সৈদয় শাহ দাউদ (রহঃ) গাইবি গজার মাছ পুকুর এলাকায়। এদিকে লাভের মুখ দেখছে মাজারের খাদেমরা। মাজারে এসে কেউ জিকির আজগার, মিলাদ মাহফিল ও জিয়ারত করতে দেখা যায়। অপর দিকে উক্ত গ্রামের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় অনেক সচেতন লোক আতঙ্কে রয়েছেন। এব্যাপারে গ্রামের সাধারণ মানুষ করোনা ভাইরাস মোকাবেলা থেকে মুক্ত থাকতে উপজেলা নির্বাহী অফিসার সহ পুলিশ প্রশাসন এলাকায় আরো কঠোর নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর