,

বানিয়াচংয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এস এম খোকন : জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই এ শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে প্রেস ব্রিফিংয়ে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ডাক্তার, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ অংশ নেন। আজ, ২৭ জুন (শনিবার) বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেসব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারি
কমিশনার (ভূমি) ইফফাত জামান আরা উর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ শাহপরান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,সহকারি শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, প্রলক্লবাস্তাবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোতাহের মিয়া, সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, রিপোটার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম,সেক্রেটারি জীবন আহমদ লিটন, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, অর্থসম্পাদক উমর ফারুক শাবুল। প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ তাহের, গোলাম আকবর চৌধুরী,বদরুল আলম, ভানু চন্দ্র চন্দ,রানা লাল দাশ, আসাদুর রহমান খাঁন প্রমুখ। প্রেসব্রিফিং শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সম্প্রতি নির্মানাধীন বানিয়াচং ৫/৬নং বাজারে গরুর হাট উদ্ভোধন ও হাওড়ে পোনা মাছ অবমুক্ত করেছেন।


     এই বিভাগের আরো খবর