,

উপমহাদেশে ভয়াবহ ভূমিকম্পের আশংকাবানিয়াচঙ্গে পূর্ব প্রস্ততি সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ সহ উপমহাদেশে সংগঠিত সাম্প্রতিককালে ভূমিকম্পের চেয়ে ২গুণ অধিক ক্ষমতা সম্পন্ন ভূমিকম্পের আশংকা করেছেন ভূতত্ববিদরা। এ বিষয়ে প্রতিটি মানুষের জানমাল রক্ষায় পূর্ব প্রস্ততি ও সচেতনা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ। এ লক্ষ্যে ১৫ মে শুক্রবার সকালে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সভাপতিত্বে অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ইউ.পি সদস্য/সদস্যা ছাড়াও মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মনজিল মিয়া, বানিয়াচং উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১০ দিনের মধ্যে মহাগ্রাম বানিয়াচঙ্গের সকল স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে সম্ভাব্য ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে ধারনা প্রদানসহ জানমাল রক্ষায় কৌশল অবহিতকরন কর্মসূচী নেয়া হয়েছে। এছাড়াও বজ্রপাত থেকে রক্ষাকল্পে প্রতিটি বাড়ির দালানে বজ্রপাত প্রতিরোধ যন্ত্র স্থাপনের আহ্বান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর