,

নবীগঞ্জের বর পক্ষ কনে পক্ষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

কনে পক্ষের হুমকির কারণে দেশে ফিরতে পারছে না বর

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাইর গ্রামে এক লন্ডনী ছেলের সাথে বিয়ের কথা বলে কনে পক্ষের কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা নিয়ে বর পক্ষ বিয়ে ঠিক করে। এ খবর পেয়ে লন্ডনী বর বিয়েতে অসম্মতি জানালে ভেঙ্গে যায় বিয়ে। এর ফলে বর ও কনে পক্ষের অব্যাহত হুমকির কারণে লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না বর মেহদি হোসেন। যে কারণে চরম উৎকন্ঠায় দিন কাটছে মেহদি হোসেনের। সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বেশ কয়েক বছর পূর্বে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাইর গ্রামের গোলাম হোসেনের পুত্র মোঃ মেহদি হোসেনের সাথে বিয়ে ঠিক করেন ওসমানী নগর থানার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মাসুম আহমদের কন্যার সাথে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার খবর টেলিফোনে বর মেহদি হোসেনকে জানানো হয়। এদিকে বর তার বিয়ের জন্য কনে পক্ষের কাছ থেকে তার পক্ষ ৫ লক্ষ টাকা নেয়ার খবর জানতে পেরে বিয়েতে অসম্মতি প্রকাশ করেন। এর ফলে বিয়ে ঠিক করার পর থেকেই তাদের দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসে। যে কারণে বর মেহদি হোসেন জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে দেশে আসতে পারছেন না। কনে পক্ষের লোকজন খুব সন্ত্রাসী প্রকৃতির হওয়াতে এক পর্যায়ে বিয়ে ভেঙ্গে য়ায়। ফলে ক্ষুব্ধ কনের পক্ষের পরিবারের লোকজন বর পক্ষকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা মোঃ মেহেদি হোসেনকে প্রাণে মেরে ফেলার ষড়য়ন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বর পক্ষের লোকজন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নিলেও কনের পক্ষ না মানার কারণে তা ব্যার্থ হয় বলে জানাগেছে। ফলে বর মেহদী হোসেন বাংলাদেশে আসতে নিরাপদ মনে করছেন না। এ নিয়ে কনে পক্ষের লোকজন প্রতিনিয়ত বর মেহেদি হোসের বাড়ির লোকজনদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার কারণে আতংকে দিন কাঠাচ্ছেন তারা।


     এই বিভাগের আরো খবর