,

নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবেবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনকালে এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, ‘২০১৯ সালের মধ্যে নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। নবীগঞ্জ-বাহুবল পরিণত হবে মডেল এলাকায়। এ লক্ষ্য নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলার গুহারুয়া, আকিলপুর, ভবানীপুর ও খাইতগাওসহ ৪ গ্রামে প্রায় দেড় কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি দুটি প্রকল্পের আওতাধীন ৪শ ৫০টি বৈদ্যুতিক মিটারের ১ কোটি ৫০লক্ষ টাকার বিদুৎ উদ্বোধন করেন। জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও কাজি ফখরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পল্লী বিদ্যুতের জিএম সোলেমান মিয়া, এজিএম মুক্তার হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল জলিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকম উস্তার মিয়া তালুকদার, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মকসুদ আলী মেম্বার ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ এমদাদুল হক সবুজ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশীদ ফারুক, উপজেলা যুবসংহতির আহবায়ক মাসুক আহমেদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল হাই, সদস্য সচিব মোঃ হেলাল মিয়া প্রমুখ। গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, মোশাহিদ মিয়া, আব্দুল মোছাব্বির, গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ, ফারুক মিয়া, জয়নাল মিয়া, আব্দুল মুনিম, সিদ্দিক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর