,

নবীগঞ্জে এসিল্যান্ডের মোবাইল কোর্ট অভিযান

স্বাস্থবিধি না মানায় জরিমানা

জাবেদ ইকবাল তালুকদার : করোনায় থমকে গিছে পুরোবিশ্ব বাংলাদেশেও হানা দিয়েছে মহামারি করোনাভাইরাস। করোনা পরিস্থিতিতে প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। বাইর বের হলে মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা জারি করেছে সরকার। সরকারী নির্দেশনা অমান্য করলে নির্দেশনা অমান্যকারীকে জরিমানা করা হয়।

করোনা পরিস্থিতির শুরু থেকেই নবীগঞ্জে সরকারী নির্দেশনা অমান্যকারীদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। আজ ১৩জুলাই (সোমবার) বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক পরিধান না করায় কয়েকজন ব্যাক্তিকে ও স্বাস্থ বিধি না মানায় ব্যাবসা প্রতিস্টানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন। এ সময় মোবাইল কোর্টে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার এস.আই ওয়াদুদ সহ কয়েকজন পুলিশ ফোর্স।

সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন দৈনিক হবিগঞ্জ সময়ের এ প্রতিকবদককে জানান, মাস্ক পরিধান না করায় ব্যাক্তিদের ও স্বাস্থ বিধি না মানায় কয়েকটি ব্যবসা প্রতিস্টান সহ মোট ৮জনের কাছে থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৈনিক হবিগঞ্জ সময়কে জানান। নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।


     এই বিভাগের আরো খবর