,

কালাইনজুরায় সংবর্ধনা সভায় মজিদ খাঁন এমপিবতর্মান সরকার দেশের প্রতিটি গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ

স্টাফ রিপোর্টার ॥ এমপি এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেন, বর্তমান সরকার ২০১৯ সালের মধ্যে প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুত পৌছে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আর এই লক্ষ্যেই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামী কিছুদিনের মধ্যে কালাইনজুরা ও আশেপাশের গ্রামগুলোতে বিদ্যুত সংযোগ দেওয়া হবে। তিনি গত শনিবার বিকালে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনয়নের কালাইনজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যুতের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আহাদ মিয়া লন্ডনীর সভাপতিত্বে এবং মাজহারুল ইসলাম মিঠুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নবীগঞ্জ ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এড. এমদাদুল হক শাহিন, ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোছাব্বির, আওয়ামীলীগ নেতা ইয়াওর মিয়া, আরজু মেম্বার, হারুন মিয়া, সেকুল ইসলাম, সৈয়দ আমিন প্রমূখ। এমপি আব্দুল মজিদ খাঁন এ সময় গত ১১ মে রাতে ঐ গ্রামের বিশিষ্ট মুরব্বী আতাউর রহমান মামুনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।


     এই বিভাগের আরো খবর