,

নবীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় অর্থদণ্ড

মতিউর রহমান মুন্না : হবিগঞ্জের নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যত্রতত্র ঘুরাফেরা করায় এবং  বিভিন্ন ব্যবসা পরিচালনা করায় ১৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ও বান্দের বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে প্রশাসন। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার ও বান্দের বাজার এলাকায়  বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যাক্তিকে স্বাস্থ্য বিধি অমান্যকারী ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে মোট ১১ হাজার  টাকা জরিমান করা হয় এবং ১৪ টি মামলা দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর