,

বোলিং মেশিনে ব্যাট করতে পারবেন মুশফিক

সময় ডেস্ক : দেশের ক্রিকেটের বন্ধ দরজা একটু একটু করে খুলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা সীমিত পরিসরে অফিস শুরু করেছেন বেশ কিছুদিন হলো। জাতীয় দলের পুলের ক্রিকেটাররা অনুশীলনে নামছেন এবার। ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু ভেন্যু খুলে দেওয়া হচ্ছে এ জন্য। তবে এ সুযোগ সবার জন্য অবারিত না। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগে নাম তুলে অনুশীলনের সুযোগ নিতে হবে খেলোয়াড়দের। গতকাল পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলনের জন্য নাম বিসিবিতে পাঠিয়েছেন। শনিবার পর্যন্ত নাম জমা নেওয়া হবে। আগ্রহী ক্রিকেটাররা ঈদের আগে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি বোলিং মেশিনে ব্যাটিং করতে পারবেন। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ফিটনেস ভালো। শনিবার থেকেই স্কিল ট্রেনিং করতে চান তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে মেশিন ব্যবহার করে ব্যাটিং করার সে সুযোগ দেওয়া হবে তাকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ক্রিকেটারের তালিকা, অনুশীলনের সূচি ঠিক করবে ক্রিকেট পরিচালনা বিভাগ। মেডিকেল বিভাগ নিশ্চিত করবে স্বাস্থ্য সুরক্ষার দিকটি। দেবাশীষ চৌধুরী বলেন, ‘কতজন অনুশীলন করবে, সেটা আগে জানতে হবে। পাঁচজন হলে একটা গ্রুপে হয়ে যাবে। বেশি হলে দুই গ্রুপে ভাগ করে দেওয়া হবে। সামাজিক দূরত্ব রেখে যাতে অনুশীলন করতে পারে। মূলত ঈদের আগে ফিটনেসের কাজগুলো করলে ভালো। একাডেমি মাঠে রানিং করতে পারবে, জিমও করতে বাধা নেই। ড্রেসিংরুম ব্যবহারে নিরুৎসাহী করা হবে। কারণ ড্রেসিংরুমের পরিবেশ একটু বদ্ধ।’ জাতীয় দলের পুলের ক্রিকেটারদের প্রায় সবাই ফিটনেসের ভেতরে আছেন। ঢাকার বাইরে জাতীয় দলের ক্রিকেটাররাও আউটডোর অনুশীলন করছেন। সৌম্য সরকার সাতক্ষীরায় নিজ বাড়িতে, বাগেরহাটে উন্মুক্ত স্থানে দৌড়ঝাঁপ করছেন রুবেল হোসেন। পেসার ইবাদত হোসেন মৌলভীবাজারে বোলিং প্র্যাকটিস পর্যন্ত করছেন। নাজমুল হোসেন শান্ত রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিং করেন। সমস্যা হচ্ছে ঢাকায় বসবাসরত ক্রিকেটারদের।

কভিড-১৯ মহামারির কারণে বাসার ভেতরেই থাকছেন তারা। বাসার ভেতরে যতটা সম্ভব একসারসাইজ করছেন তারা। এর ভেতরও মুশফিক বাসার সামনের সড়কে রানিং করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের অনুমোদন না পেয়ে বাড্ডার ফর্টিজ স্পোর্টস ক্লাব মাঠে রানিং করতে গেছেন তিনি। এ নিয়ে প্রশ্ন ওঠার পরই স্টেডিয়ামগুলো জীবাণুমুক্ত করে ক্রিকেটারদের মাঠে ফেরার সুযোগ করে দিচ্ছে বিসিবি।


     এই বিভাগের আরো খবর