,

সেরাটা দিতে পারলে সিরিজের ফল আমাদের অনুকূলে থাকবে

সময় ডেস্ক ॥ ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তবে ঘরের মাটিতে ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ; এমনটাই মত অলরাউন্ডার সৌম্য সরকারের। তিনি মনে করেন, নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে সিরিজের ফল আমাদের অনুকূলেই থাকবে। এদিকে, শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টি নয়, দলের প্রয়োজনে লঙ্গার ভার্সনে খেলতেও প্রস্তুত পেসার তাসকিন আহমেদ। ছুটির রেশ কাটেনি মাশরাফি-মুশফিকদের। তবে জুনিয়র ক্রিকেটাররা যেন একটু বেশি সিরিয়াস। তাইতো জিম কিংবা একাডেমি মাঠে ঘাম ঝরাতে দেখা গেল সৌম্য-তাসকিনদের। একাদশ নির্বাচনে নির্বাচকদের মধুর সমস্যা মেটাতে চ্যালেঞ্জটা যে ওদেরই বেশি। কেমন দল পাঠাচ্ছে ভারত তার চেয়ে নিজের কিংবা দলের সেরাটা দেওয়াই এ বাঁহাতির কাছে মুখ্য। সৌম্য সরকার বলেন, বিরাট কোহলি আসবে না কে আসবে সেটি দেখার বিষয় না। আমাদেরকে ভারত টিমের সঙ্গে খেলতে হবে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই ফলাফল আমাদের অনুকূলে থাকবে। ওয়ানডের অকুতোভয় এ ব্যাটসম্যানকে মেলানো যায় না টেস্টের সঙ্গে। সাদা পোশাকে মলিন সৌম্যের মনোযোগের অনেকটা অংশ জুড়ে তাই লঙ্গার ভার্সন। বল হাতেও আলো ছড়াতে চান সমানতালে। সৌম্য বলেন, আমি নরমালি যেভাবে খেলি টেস্টে তা একটু হলেও পরিবর্তন করতে হবে। ইতোমধ্যে আমি এ নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমার হাতে যখন বল তুলে দেওয়া হয় তখন নিজেকে বোলার মনে করি। কারণ, আমি বোলিংটা উপভোগ করি। একজন নিজেকে মেলে ধরতে পারেননি। অন্যজনের এখনও সুযোগ হয়নি। তাইতো ছুটি কিংবা অবকাশ যাপনের ধারে কাছে যাননি তাসকিন আহমেদ। ধ্যান জ্ঞ্যান যে শুধুই টেস্ট ক্রিকেট। তাসকিন আহমেদ বলেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি কিন্তু টেস্ট খেলার সৌভাগ্য হয়নি। আশা করি, খুব শিগগিরই সেই সুযোগ আসবে। এ জন্য হার্ড ওয়ার্কও করছি। ভারতের বিপক্ষে টেস্টে সুযোগ পান কিংবা না পান অন্য ক্রিকেটারদের চ্যালেঞ্জ জানানোই প্রাথমিক লক্ষ্য এ দু ক্রিকেটারের।


     এই বিভাগের আরো খবর