,

নিরাপদে থাকতে চাইলে অপরাধ ছেড়ে ভাল হয়ে যান -অতিরিক্ত পুলিশ সুপার সেলিম

সংবাদদাতা ॥ নিরাপদে থাকতে চাইলে মাদক জুয়া চুরি ডাকাতি ধর্ষনসহ খারাপ কাজ ছেড়ে দিয়ে ভাল হয়ে যান। অন্যতায় আপনিসহ আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। খারাপ কাজে জড়িতরা কেউই পুলিশের থাবা থেকে রেহাই পাবেন না। আইনগত ভাবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে অপরাধীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম। এসময় তিনি সকল প্রকার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলে প্রেসক্লাব নেতৃবৃন্দ সহযোগিতার আশ্বাস দেন। থানা কমপ্লেক্সে মতবিনিময় সভায় অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ। বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সভাপতি এস এম খোকন ও সাধারন সম্পাদক কামরুল হাসান কাজলের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্ঠা ক্বাজী মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি ইস্পাহানী, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, ধর্ম-বিষয়ক সম্পাদক উমর ফারুক শাবুল, সমাজ কল্যান সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু প্রেসক্লাব সদস্য শেখ জোবায়ের আহমদ, আরিফুল রেজা, শেখ হুমায়ুন আহমদ, শাহিন আহমদ প্রমুখ। অপরাধ দমনে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি কোন নিরপরাধ লোকজন যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে পুলিশের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় পুলিশ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এস আই আব্দুস ছালাম ও এস আই আঃ ছাত্তার।


     এই বিভাগের আরো খবর