,

নবীগঞ্জে এসিল্যান্ডের মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ

ব্যাবসায়ীকে জেল ও জরিমানা

জাবেদ ইকবাল তালুকদার : নবীগঞ্জ শহরের মাছ বাজার থেকে ২৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ, ২৩জুলাই দুপুরে নবীগঞ্জ শহরের মাছ বাজার এলাকার আলী স্টোর নামে এক দোখান থেকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ কারেন্ট জাল বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার এস আই অমিতাভ। পরে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়। কারেন্ট জাল ধ্বংশ করার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  আজিজুর রহমান, ১সিনিয়র মৎস কর্মকর্তা ও নবীগঞ্জ থানার এস.আই. অমিতাভ। সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন দৈনিক হবিগঞ্জ সময়ের এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে সবাইকে এ ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার আহ্বান করেন এবং এ ধরনের অভিযার অভ্যাহত থাকবে বলেও জানান।


     এই বিভাগের আরো খবর