,

হবিগঞ্জের নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্নগ্রামে নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকের বাড়িঘরে পানি উঠায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। একদিকে মহামারী করোনা ভাইরাসের আতংক অন্যদিকে পানিবন্দি থাকায় এ ভোগান্তি যেনো আরও বেড়েছে। এ ছাড়া আসন্ন ঈদুল আযহায় পানিবন্দি থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম দূর্ভোগে দিনাতিপাত করছেন বাড়িঘরে পানি উঠা মানুষজন। গতকাল সরেজমিনে সদর উপজেলার পইল, শিয়ালদারিয়া, লামা পইল, পাঁচপাড়িয়া, তেঘরিয়া, মজলিশপুর, ছোট বহুলা, নাজিরপুর, জালালাবাদ, কালনী, বগলাখাল, বড়বহুলাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। গ্রামের মানুষজন গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে হাওরে পানি বাড়তে থাকায় এ দূর্ভোগ বাড়ছে।


     এই বিভাগের আরো খবর