,

মৌলভীবাজারে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনে মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজন ব্যবসায়ী মারা গেছেন। আর মৌলভীবাজার সদর উপজেলায় কোভিডের উপসর্গ নিয়ে আরোও একজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহমেদ ফয়সল জামান শনিবার(২৫ জুলাই) রাতে জানান, রাত আটটার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মৌলভীবাজার সদর উপজেলার একজন (৭৮) রোগী কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টার পর মারা যান। রাতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় (৬০) একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁর বেশি শ্বাসকষ্ট দেখা দিলে আত্মীয়রা তাঁকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর করোনা নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ আসে। গত শুক্রবার দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে সেই দিন রাতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন করা হয়েছে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বলেন, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভোগছিলেন। শ্বাসকষ্ট নিয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ ধরা পড়েন। মৃত্যুর পর তাঁর সম্পর্কে আমরা জানতে পেরে স্বাস্থ্যবিধি মেনে লাশের দাফনের ব্যবস্থা করি।


     এই বিভাগের আরো খবর