,

সুখিয়া বিষয়ক সংবাদের প্রতিবাদে ‘আমার এমপি’র প্রেস বিজ্ঞপ্তি

নিহত সুখিয়া রবি দাসের পরিবারের সংবাদ সম্মেলন ‘’সুশান্ত দাসের বিরুদ্ধে ২০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ’’ শিরোনামসহ বিভিন্ন শিরোনামে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জননী, দৈনিক খোয়াই, প্রতিদিনের বানী, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস, স্বদেশ বার্তাসহ বিভিন্ন পত্রিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের বরাতে প্রকাশিত সংবাদটি ‘’আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা’’ এর দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকরও বটে। সুখিয়া রবিদাস হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্য-ভিত্তিক চ্যারিটি সংস্থা ‘’সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে’’ সুখিয়া রবিদাসের পরিবারকে আর্থিক ও আইনি সাহায্যের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করে। এই ফান্ড গঠনের উদ্দেশ্য ছিলো সুখিয়া রবিদাসের পরিবারকে একটি বসতবাড়ি তৈরি করে দেওয়া, তাদের একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেওয়া এবং মামলা পরিচালনায় সহযোগিতা করা। ফান্ড গঠনের এক পর্যায়ে সুখিয়া রবিদাসের পরিবার আসামী পক্ষ দ্বারা বশীভূত হয়ে মামলাটি আপোষ করায় ‘’সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে’’ সুখিয়া রবিদাসের পরিবারকে সহযোগিতা করার জন্য ফান্ড তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসে যা ১ জুন ২০১৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়াকে জানিয়েও দেওয়া হয়। এই সংক্রান্ত সংবাদ দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপাও হয়েছিলো। আমার এমপি ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। যা সংসদ সদস্যদের মাঝে জবাবদিহিতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশের সংসদ সদস্যদের এবং ভোটারের সঙ্গে যোগাযোগ স্থাপনে গঠিত হয়েছে। ইতিমধ্যে ইউরোপ বিজনেস এঞ্জেলস (ইএবিএ) ইউএন, ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়ার (ডিএফই) এম বিলিয়ন্থ এওয়ার্ড দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল পুরস্কারসহ অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার জিতেছে সংস্থাটি। ‘’সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে’’ এর অনুরোধে ‘আমার এমপি’ উক্ত মানবিক কার্যক্রমে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সহযোগিতা প্রদানে সম্মত হয়েছিলো। কিন্তু সুখিয়া রবিদাসের পরিবার আসামী পক্ষের সাথে মামলাটি আপোষ করায়‘’ সংস্থা ‘’সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে’’ ইউকের চ্যারিটিবোল অর্গানাইজেসনের গাইডলাইন অনুযায়ী সুখিয়া রবিদাসের পরিবারকে কোন সাহায্য প্রদান না করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া যুক্তরাজ্যের নিয়মানুযায়ী সংগ্রহকৃত ফান্ড দাতাদের ইচ্ছানুযায়ী পুনঃবন্টন/ফেরত দেওয়া হয়। এমতাবস্থায় ‘আমার এমপি’ সুখিয়া রবিদাস সংক্রান্ত সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকে। সুশান্ত দাস গুপ্ত ‘’সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে’’ এর একজন ভলান্টিয়ার হিসেবে ফান্ড গঠন-কালীন সময়ে প্রচারণার কাজ করেছিলেন। এই সংস্থাটি একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই সংস্থাটির ৩ জন ট্রাস্টি রয়েছেন। ‘’সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে’’ এর আর্থিক অথোরিটিও এই সংস্থার ট্রাস্টি-গন বহন করে থাকেন। এখানে সুশান্ত দাস গুপ্ত কিংবা ‘আমার এমপি’ এর কোন সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। কাজেই যুক্তরাজ্যে সংগৃহীত ফান্ড সুশান্ত দাস গুপ্তের আত্মসাৎ করার প্রশ্নই আসে না। কারন সুশান্ত দাস গুপ্ত এই সংস্থাটির ট্রাস্টি নন বা আর্থিক কোন অথোরিটিও নেই। তাছাড়া বাংলাদেশের যে ব্যাঙ্ক একাউন্ট/বিকাশ একাউন্টের কথা বলা হয়েছে, সেখানে কোন ধরনের অনুদান জমা হয়নি। আমরা যে কোন মুহূর্তে আলোচ্য ব্যাঙ্ক একাউন্ট/বিকাশ একাউন্টের স্টেইটমেন্ট দিতে বাধ্য আছি। সম্প্রতি ‘’আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা’’ এর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা হবিগঞ্জের স্থানীয় বিভিন্ন পর্যায়ের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছিলো। এই দুর্নীতির ঘটকেরা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার এই যাত্রাকে বন্ধ করার অপ-প্রয়াসে সুখিয়া রবিদাসের পরিবারকে ভয়ভীতি ও ম্যানেজ করে সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নাটক মঞ্চস্থ করে। উক্ত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পর্যালোচনা করলেই বিষয়টি সহজে অনুধাবন করা যায়। ‘’আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা’’ প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। তাছাড়া এই সংবাদ সম্মেলনের নেপথ্যের কুশীলবদের ষড়যন্ত্রমূলক অপ-প্রচার হতে বিরত থাকার আহবান জানানো হয়।

সুশান্ত দাস গুপ্ত

ফাউন্ডার চেয়ারম্যান।


     এই বিভাগের আরো খবর