,

সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মন্ত্রী আব্দুল মান্নান মারা গেছেন 

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গতকাল, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা -১ ( দোহার – নবাবগঞ্জ) আসনের ৪ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী, সাবেক বাংলাদেশ বিমানের এমডি, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের ( বিএনপি) ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান ও মেয়ে জামাই ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি দীর্ঘদিন থেকে বার্ধ্যক্যজনিত নানা সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতায় ভুগতেছিলেন। গত রবিবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ( সাবেক এপোলো হাসপাতাল) ভর্তি করা হয়েছিল। আজ, বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা , দুপুর ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে নেওয়ার কথা রয়েছে। সেখানে বিকেল ৩ টায় ডালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩য় জানাজা এবং বিকেল ৪ টায় দোহার – নবাবগঞ্জ কলেজ মাঠে ৪র্থ ও শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর আজিমপুর কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।


     এই বিভাগের আরো খবর