,

প্রকৌশলী (অবঃ) চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের বিভ্রান্তির অবসান

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কৃতী সন্তান করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বাংলাদেশ সরকারের গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সংস্থাপন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী চিত্তরঞ্জন দাশ (৭০) এর মৃত্যুতে দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের পরিপ্রেক্ষিতে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল পরিশেষে তার অবসান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক জরুরি বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তে এই উদ্ভূত পরিস্থিতির অবসান ঘটে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি নিখিল আচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর শ্মশান ঘাটের সাধারণ সম্পাদক ডাঃ তাপস আচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ইসকন এর সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্তী সুবল, আমাদের সময় পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সলিল বরণ দাশ, ব্যবসায়ী গুরুপদ দাশ ময়না প্রমুখ। বিগত ৩ আগস্ট ইঞ্জিনিয়ার চিত্ত রঞ্জন দাশের অন্তেষ্টিক্রিয়া নিয়ে যে তথ্যগত ভুল সংবাদটি প্রকাশিত হয়, এর প্রেক্ষিতে উপস্থিত সবাই মর্মাহত ও ব্যথিত হন। উক্ত সংবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার বরাত দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়, তা আমাদের সময় পত্রিকার প্রতিবেদক অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেন। প্রয়াত ইঞ্জিনিয়ার চিত্ত রঞ্জন দাশের অন্তেষ্টিক্রিয়ায় পরিবারসহ কেউ এগিয়ে আসেনি এই মর্মে যে সংবাদটি প্রকাশিত হয়, তা ছিল ভিত্তিহীন। প্রকৃতপক্ষে নবীগঞ্জ উপজেলা দাহ কমিটি ও তাঁর পরিবারের লোকজনের সার্বিক সহযোগিতায় দাহকর্ম সু-সম্পন্ন করা হয়। পরিশেষে উপস্থিত সবাই উনার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।


     এই বিভাগের আরো খবর