,

বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোকদিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোকদিবস-২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসাইন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা, দুদকের বানিয়াচং উপজেলা সভাপতি বিপুল ভূষন রায়, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, উপজেলা কৃষিকর্মকর্তা দুলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আহাদ মিয়া, ব্যবসায়ী নেতা জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক অরুন কুমার দাশ, সুজিত বিশ্বাসসহ জনপ্রতিনিধি, বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কমিটি করা হয়।


     এই বিভাগের আরো খবর