,

বানিয়াচং ও আজমিরীগঞ্জের আইন শৃংখলা উন্নয়নে সভা

বিশেষ প্রতিনিধি ॥ বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার আইন শৃংখলার উন্নয়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২মে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় আজমিরীগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ তফছির মিয়া। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ ও মোঃ আতর আলী মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী ও তৈমুর বখ্ত চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল মিয়া শরশ। সম্প্রতি শাল্লা উপজেলার একটি ফিশারীতে পলো বাইতে গিয়ে নিহত ও আহত এবং হাজারো পরোয়ানদের আসামী করে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের বিষয়ে বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তৃতা করেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের আওয়ামীলীগ সভাপতি যথাক্রমে মোঃ আমির হোসেন মাস্টার ও মেছবাহ উদ্দিন ভূঞা, সাবেক চেয়ারম্যান এম.এ কাদির সামছু, আমজাদ আলী তালুকদার, ডাঃ ছাদেক মিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ মরতুজ আলী ঠিকাদার, এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী, নাজমুল হোসেন চৌধুরী, ওলি রহমান, শামছুল আলম, ছুরাব আলী চৌধুরী, কাজল মিয়া চৌধুরী, সাবেক মেম্বার রহমত আলী, আহমেদ চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি বানিয়াচং আজমিরীগঞ্জের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান জনদাবীর প্রেক্ষিতে শর্তসাপেক্ষে পলো বাওয়াকে কেন্দ্র করে শাল্লা থানায় দায়েরকৃত হত্যা ও পুলিশ এসল্ট মামলা প্রত্যাহারের বাস্থব উদ্যোগ নিবেন বলে জানান। সভায় বানিয়াচং আজমিরীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার জনতার সমাবেশ ঘটে।


     এই বিভাগের আরো খবর