,

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিনটিকে স্মরণ করতে ব্রিটেনে ৭৫তম ভিজে বার্ষিকী পালিত

মতিয়ার চৌধুরী-লন্ডন : ব্রিটেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হল ৭৫তম ভিজে বার্ষিকী । ভিজে অনুষ্টানের নেতৃত্ব দেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিনটিকে স্মরণ করতে প্রতি বছর ব্রিটেন এদিনটিকে ভিজে বার্ষিকী হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে প্রিন্স অফ ওয়েলস এর নেতৃত্বে স্মৃতিচারণ অনুষ্টানের শুরুতে স্টাফোর্ডশায়ারের ন্যাশনাল মেমোরিয়াল আরবোরেটামে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। দিনটি উপলক্ষ্যে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ একটি বাণী প্রদান করেন। প্রেরিত বানীতে মহারাণী এলিজাবেথ বলেন, যারা এত সাহস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিল তাদের ধন্যবাদ জানাই, বিশ্বযুদ্ধে অংশ নেয়া বীরদের ব্রিটিশরা কোনদিন ভূলবেনা। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্টানে আগত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় মেয়র ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা যার যার অসনে বসে অনুষ্টান উপভোগে করেন। প্রধান অথিতি প্রিন্স চার্লস তার বক্তব্যে বলেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন ব্রিটিশরা কোন দিন সেই যুদ্ধাদের অবদানের কথা ভূলবেনা, যুগ যুগ ধরে জাতি সেই ত্যাগী বীরদের স্মরণ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বক্তব্যে বলেন, যারা শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিলেন তাদের ধন্যবাদ জনাই। এরপর তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং যুদ্ধের কবিতাটি আবৃত্তি করেন। এদিকে দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে যুদ্বে অংশ নেওয়া ব্রিটিশ সৈন্যদের বীরত্বের ডকুমেন্টারি দেখানো হয়।


     এই বিভাগের আরো খবর