,

অস্ত্র মামলায় পাপিয়ার বিচার শুরু

সময় ডেস্ক : অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকা মহানগরের এক নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ রবিবার এ আদেশ দেন।
৩১ শে আগস্ট থেকে ৩ রা সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করে দেয়া হয়েছে। পাপিয়া ও সুমনকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এবং তাপস পাল। অন্যদিকে দুই আসামির অব্যাহতির আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ফাতেহ মো. গোলাম ফাত্তাহ ও শাখাওয়াত হোসেন। পাপিয়া ও তার স্বামী নিজেদের নির্দোষ দাবি করে এ মামলা থেকে অব্যাহতি চান। শুনানি শেষে বিচারক তাদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গত ২২ শে ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।


     এই বিভাগের আরো খবর