,

হবিগঞ্জে ছুরিকাঘাতে এক যুবক নিহত ॥ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে সুদ ও নকল স্বর্ণ বিক্রির পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সে শহরের মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের অন্ততপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সুমন মিয়াকে (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি জাহাঙ্গীর হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। মৃত জাহাঙ্গ শহরের অনন্তপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের হকার্স মার্কেট ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় নকল স্বর্ণ বিক্রির নামে সিন্ডিকেট গড়ে তুলে কয়েকজন যুবক। যারা কতিপয় পুলিশ ও সাংবাদিকদের ম্যানেজ করে এ ব্যবসা করতো। এ চক্রের অনেক সদস্যকে ইতোপূর্বে পুলিশ গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় এসব প্রতারণা মূলক কাজ করে। সম্প্রতি নকল স্বর্ণ বিক্রির টাকা সুদের উপর লাগিয়ে থাকে। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে মারামারি হয়। এ নিয়ে ইতোপূর্বে বেশ কয়েকটি মামলাও রয়েছে। গতকাল ওই সময় পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীর মিয়া ও সুমন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় সুমন তার সঙ্গী জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করে। এ সময় সে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে ওসি মোঃ মাসুক আলী জানান- এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করেছে। এছাড়া তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর